পটুয়াখালী প্রতিনিধি : বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটায় ইঞ্জিন চালিত একটি ফিশিং বোর্ডসহ ভারতীয় ৬ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

শনিবার বেলা ১২টার দিকে কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) সঞ্জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার সময় ভারতীয় পতাকাবাহী একটি ফিশিং ট্রলার কাউয়ারচর এলাকায় মাছ ধরতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ভারতীয় জেলেকে আটক করে।

তিনি আরও জানান, বর্তমানে ওই ৬ জেলে আলীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আটকরা পুলিশকে জানিয়েছে, তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ায় ভাসতে ভাসতে তারা উপকূলে ফিরে এসেছে।

এদিকে বার বার উপকূলীয় এসব এলাকায় ভারতীয় ট্রলারসহ জেলেদের অনুপ্রবেশের ঘটনায় কুয়াকাটার অন্তত ৫০ হাজার জেলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কারণ হিসেবে আলীপুর-মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার মোল্লা জানান, এমনিতেই গত এক সপ্তাহ ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকারে যেতে পারছেনা এখানকার জেলেরা। তার উপর অহরহ ভারতীয় জেলেরা সাগরে অবাধে মাছ শিকার করছে। এরফলে ইলিশের মৌসুমে এখানকার জেলেরা পর্যাপ্ত ইলিশ শিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

(ওএস/পিবি/ জুন ২৭, ২০১৫)