কিশোরগঞ্জ প্রতিনিধি : নকিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার টানসিদলা গ্রামের দিনজজুর পিতা আফাজ উদ্দিনের পুত্র মো. আনিছুর রহমান ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ প্লাস পেয়েছে।

দরিদ্রতা তার এ প্লাস পাওয়া রুখতে পারেনি। বড় ভাই এসএসসি পাস করে বেকার। তিন বোনের মধ্যে দুইজন বিবাহিত অন্যজন স্থানীয় ডিগ্রী কলেজে স্নাতক শ্রেণীতে অধ্যায়নরত । পিতার সহায় সম্বল বলতে কিছুই নেই। ক্ষেত খামার ও রাস্তায় মাটি কেটে কোনোমতে সংসার চালায় দরিদ্র পিতা। পিতা মাতার অসহায়ত্বের কারণে নিজ জীবনেকে আলোকিত করার জন্য পড়ালেখার ফাঁকে ফাঁকে অন্যের জমিতে শ্রম বিক্রি করে পড়ালেখার খরচ যুগিয়েছে আনিছ।

প্রাথমিক সমাপনি ও জেএসসি পরীক্ষাতেও সে বৃত্তি পেয়েছে। আনিছ জানান, তিনি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চান। তিনি আরও জানান, জীবন যুদ্ধে সংগ্রাম করে প্রথম ধাপে উন্নতি হয়েছি। কিন্তু অর্থের অভাবে ডাক্তারি পড়া শুনার স্বপ্ন সফল হবে না বলে হাউমাউ করে কেঁদে ফেলেন।
(পিকেএস/এএস/মে ১৯, ২০১৪)