চারণকবি দূর্গাপ্রসাদ দে 

 

চারণকবি দূর্গাপ্রসাদ দে’র ভিটেটা আজো খালি পড়ে আছে কিনা জানি না
তার বেহাত পাণ্ডুলিপিটা কি এসেছে ফিরে?
নাকি বেদখলই হলো?

কজন কাব্যচাষা চাষ-বাস করে খায় আর দেখেশুনে রাখে কবির ভিটেটা
তাদের মাথার ওপর কালীতলা বটগাছ
আছে মাটিময় তার ঢালাই ছায়ার বাঞ্ছা
সে ছায়ায় শরীর জুড়াতো সাতভাই পাখি আর সাতটি ডানার দুপুর