বরগুনা প্রতিনিধি : পাথরঘাটা থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের মেহের আলী পয়েন্টে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া এফবি সাগর নামে ট্রলারের ১১ জেলেকে সোমবার বিকালে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, সোমবার ভোর রাতে এফবি সাগর ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ১১ জেলেসহ ডুবে যায়। বেশ কয়েক ঘণ্টা গভীর সমুদ্রে ভাসতে থাকে ওই জেলেরা।
এরপর দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২০ কিলোমিটার দক্ষিণে পটুয়াখালীর কলাপাড়ার আ. রাজ্জাক মিয়ার মালিকানা এফবি রাজ্জাক ট্রলারের মাঝি জামাল হোসেন জেলেদের ভাসতে দেখে ১১ জেলেকে উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ে যান।
উদ্ধারকৃত জেলেরা অক্ষত থাকলেও শারীরিকভাবে অসুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে মো. ফারুক মাঝির একটি ট্রলারে রাত সোয়া ৮টার দিকে মাঝি নাসির উদ্দিন, মো. হিরু মিয়া, আ. ছালাম, ইদ্রিস মিয়া ও কবিরসহ ১১ জেলে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এসে পৌঁছে। তবে, ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মান্নান মাঝি বলেন, পটুয়াখালীর কলাপাড়া মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে উদ্ধারকৃত জেলেদের আনা হয়েছে।

ট্রলার মালিক ইসমাইল সরদার বলেন, এখন পর্যন্ত ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

(এমএইচ/পিবি/জুন ৩০,২০১৫)