বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের মংলায় কোস্ট গার্ড, নৌ-বাহনী ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে  চিংড়ি পোনা ধরা ৫৫ হাজার মিটার সিমফ্রাই কারেন্ট জাল আটক করেছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে মংলা উপজেলার পশুর নদীসহ বিভিন্ন এলাকায় দু’ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে এই কারেন্ট জাল আটক করা হয়। এসময় কাউকে আটর করা সম্ভব হয়নি।

কোষ্টগার্ড পশ্চিম জোনের লেঃ এ এম রাহাতুজ্জামান বলেন, মংলার পশুর নদীর বানিয়াশান্তা, করমজল, জয়মনি, জেলে পাড়া, চেচাংগাং এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ৫০ হাজার মিটার সিমফ্রাই নেট (চিংড়ি পোনা ধরার জাল) এবং ৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়।

পরে আটককৃত জাল মংলা ফিশারী অফিসারের উপস্থিতিতে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১৯ লক্ষ ২৫ হাজার টাকা। চিংড়ি পোনা আহরণে ব্যবহৃত এই কারেন্ট জাল আটকের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে তিনি জানান।

(একে/এসসি/জুন৩০,২০১৫)