মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার বেড় আকছি গ্রামের পাট ক্ষেত থেকে রাতে বাকি বিল্লাহ (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। এলাকাবাসীর খবরের ভিত্তিতে গভীর রাতে সদর থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। বাকি বিল্লাহ মাগুরা সদর উপজেলার পাটখালী গ্রামের মৃত আব্দুর জলিলের পুত্র। সে পেশায় একজন লিফট ম্যাকনিক।

সদর থানার ওসি মুন্সি আসাদুজ্জামান জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে গত রাত ১টার দিকে পুলিশ মাগুরা-বুনাগাতী সড়কের বেড় আকছি গ্রামের পাট ক্ষেত থেকে বাকি বিল্লাহ’র লাশ উদ্ধার করে। লাশের মাথায় আঘাতের চিহৃ রয়েছে। নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে ওসি আছাদুজ্জামান জানান, বাকি বিল্লাহ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে লিফট ম্যাকানিকের কাজ করতো। পাশাপাশি সে ছোট-খাট ব্যবসার সাথে জড়িত ছিল। কয়েক দিন আগে সে বাড়িতে আসে। বরিশাল থেকে আসা তার পেশাগত পার্টনারদের সাথে দুপুরে সে বাড়ি থেকে বের হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বরিশাল থেকে আসা লোকেরা তাকে হত্যা করে লাশ পাট ক্ষেতে ফেলে রেখে পালিয়ে গেছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে। লাশ ময়না তদন্তর জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ডিসি/এসসি/জুলাই০১,২০১৫)