মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলায় ছোট ভাইয়ের পেতে রাখা শেয়াল মারা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বড় ভাই মোশাররফ মল্লিকের (৬০) মৃত্যু হয়েছে।

বুধবার ভোর ৫টার দিকে উপজেলার তিলখড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম জানান, ভোরে কৃষক মোশাররফ মল্লিক বাড়ি থেকে বের হয়ে চাচাতো ভাই সরোয়ার মল্লিকের আখের খেতের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে শেয়ালের উপদ্রব ঠেকাতে আগে থেকে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে যান তিনি। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।
(ওএস/পিবি/ জুলাই ০১, ২০১৫)