মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহে মুক্তাগাছায় মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৫ টি ফর্মেসীর মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । এছাড়াও ভেজাল, মেয়াদোত্তীর্ণ মাল রাখা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে আরও ৫টি দোকানে মিলে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ।

প্রতিষ্ঠানগুলি ও জরিমানার পরিমাণ মহারাজা রোডের দেশ মেডিকেল হল ৫হাজার, জনতা ড্রাগ হাউজ ৫হাজার টাকা, পপুলার মেডিকেল ৫হাজার টাকা, মুক্তাগাছা ড্রাগ হাউজ ৫হাজার টাকা, দরিচারআনী বাজারের পিতিশ পালের জিলাপির দোকান ১হাজার টাকা, রিপন সাহা মনিহারী দোকানে৫ হাজার টাকা, মেসার্স বাবুল সাহা ৫হাজার টাকা , মা ট্রেডার্স ১০হাজার এবং মুক্তাগাছা মন্ডার দোকান ৩ হাজার টাকা। এসময় ভ্রাম্যমাণ আদালত অীভযুক্তদের ৭ দিনের মধ্যে পণ্যের মূল্য তালিকা টানানোর নির্দেশ দেয় । গতকাল বৃহস্পতিবার পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন ।

(এমডি/এএস/জুলাই ০৩, ২০১৫)