মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ইসলামিক ইয়াতিম প্রকল্পের ইয়াতিমখানা থেকে বৃহস্পতিবার রাতে বিপুল সংখ্যক জিহাদী বই, লিফলেট, সিডিসহ বিভিন্ন জঙ্গী ও রাষ্ট্রবিরোধী প্রচারণার উপকরণ উদ্ধারসহ ১ নারী ও ২ পুরুষকে আটক করেছে মডেল থানা পুলিশ।

মাদারীপুর মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের ইসলামিক ইয়াতিম প্রকল্পের ইয়াতিমখানা থেকে বৃহস্পতিবার রাতে বিপুল সংখ্যক জিহাদী বই, লিফলেট, সিডিসহ বিভিন্ন জঙ্গী ও রাষ্ট্রবিরোধী প্রচারণার উপকরণসহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো বরগুনার পাথরঘাটার হাড়িভাঙ্গা গ্রামের আব্দুল আজিজ মোল্যার ছেলে সাইদুর রহমান (৫০), মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী এলাকার মোস্তাবুদ্দিন মিয়ার ছেলে সোবাহান মিয়া (৬২) এবং শিবচর উপজেলার হেমায়েত হোসেনের স্ত্রী মাহমুদা শিকদার (৪২)।

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের কাছ থেকে ১৭২টি জিহাদী লিফলেট, ২টি সিডি, ৮০টি জিহাদী বইসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। আটককৃতরা ঈদের পর বড় ধরনের নাশকতার ছক করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

ওসি আরো জানান, যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায় ঘোষণার পর থেকেই তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলো।

(এএসএ/পিএস/জুলাই ০৩, ২০১৫)