নড়াইল প্রতিনিধি : হজ্জ্ব এবং তাবলীগ-জামায়াত সম্পর্কে কটুক্তিকারী সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর মুক্তির প্রতিবাদ ও অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে শুক্রবার জুম্মাবাদ পুরাতন বাসটার্মিনাল জামে মসজিদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশ অনুুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে মুরতাদ লতিফ সিদ্দিকীসহ যে সমস্ত নাস্তিক-মুরতাদরা আল্লাহ এবং তার রাসুল ও ধর্ম সম্পর্কে কটুক্তি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া সমাবেশে ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ খায়রুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলনা নূরুন্নবী, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি হাফেজ খবির উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।

(টিএআর/এসএফকে/জুলাই ০৪, ২০১৫)