সিলেট প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ও কাদিপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপি এ সংঘর্ষ চলে।

রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার খান বলেন, এখন পর্যন্ত প্রায় ৩০ জন আহত হয়েছেন এমনটা শোনা গেলেও, আহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয়রা জানান, বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কাদিপুর গ্রামের ওষুধ ব্যবসায়ী শানুর ও তার ভাই আব্দুল হক রামপাশা গ্রামের এক ব্যক্তিকে মারধর করে। ওই ব্যক্তি রামপাশায় ফিরে গিয়ে এ ঘটনা জানালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুরো কাদিপুরবাসীকে প্রতিহত করার নির্দেশ দেওয়া হয়।

এর পরেই দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংবাদ পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি চালায়। এতেও কাজ না হলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আনোয়ার খান আরও বলেন, বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্সটি কাদিপুর গ্রামে হওয়ায় চিকিৎসার জন্য অন্য গ্রামের লোকজনদের কাদিপুর যেতে হয়। ফলে কাদিপুরবাসীদের হাতে প্রায়ই এ ধরনের হামলার শিকার হতে হয় তাদের।

বিশ্বনাথ থানার ওসি রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

(ওএস/পিবি/ জুলাই ০৪, ২০১৫)