মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শিবচরের কাওড়াকান্দি-শিমুলিয়ায় স্পিডবোট দুর্ঘটনায় শনিবার দুপুরে নাজমুল  আলম (৩৫) নামের এক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।

নিহত সেনাসদস্য নাজমুল আলম নড়াইল জেলার লোহাগারা উপজেলার রামকান্তপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। নাজমুল পিলখানায় কর্মরত ছিলেন।
শিবচর থানা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার কাঠাঁলবাড়ী ঘাট এলাকার পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করে।

নিহত নাজমুল আলম শুক্রবার দুপুরে দুর্ঘটনা কবলিত স্পিডবোটের যাত্রী ছিলেন। তিনি বাড়ি থেকে ঢাকা রওয়ানা দেন বলে তার পরিবার জানান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাত্তার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পকেটে থাকা পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের কাঠালবাড়ি ঘাট এলাকায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুটি বোটের ২৮জন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও দুজন যাত্রী নিখোঁজ হন। শনিবার দুপুরে সেনা সদস্য নাজমুল আলমের লাশ উদ্ধার করা হয়। আরো এক যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানায়।



(এএসএ/এসসি/জুলাই০৪,২০১৫)