জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জের পরচক কমিউনিটি ক্লিনিকে নিম্নমানের সামগ্রী দিয়ে উন্নয়নমূলক কাজ করার অভিযোগে বিক্ষুব্ধ জনতা তালা দেয়ার দু’দিন পর শনিবার রাতে ক্লিনিকের হেলথ কেয়ার প্রভাইডার আমিনুল ইসলাম বিক্ষুব্ধ জনতার কাছে ক্ষমা চেয়েছেন।

জানা গেছে, ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীর উপস্থিতিতে বারহালে একটি রেষ্টুরেন্টে হেলথ কেয়ার প্রভাইডার আমিনুল ইসলাম এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে তালা খুলে দেয়ার অনুরোধ জানান ও বিক্ষুব্ধ জনতাকে প্রতিশ্রুতি দেন যে ক্লিনিকে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হবে না।

পরে ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদের মধ্যস্থতায় বিক্ষুব্ধ জনতা ক্লিনিকের তালা খুলে দেয়। হেলথ কেয়ার প্রভাইডারের ক্ষমা প্রার্থনার ফলে রবিবার থেকে ক্লিনিকের কার্যক্রম যথারীতি চলছে।

(এসপি/পিএস/জুলাই ০৭, ২০১৫)