মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলা পরিষদ  উপ-নিবাচনে সোমবার  চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে ।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার সৈয়দ রবিউল ইসলাম জানান , চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে । জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মদ বিশ্বাস ( মোটর সাইকেল ) , জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবু নাসির বাবলু (আনারস ) , প্রবীণ আওয়ামীলীগ নেতা রস্তম আলী ( ঘোড়া ) , সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক ( দোয়াত কলম ) ও আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন ( হেলিকপ্টার ) প্রতীক পেয়েছেন ।

উল্লেখ্য, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন (৭০) গত ২২ এপ্রিল বুধবার ভোর ৬ টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যু জনিত কারণেই এ উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে উপ-নির্বাচন। সর্বশেষ ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারী মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

আগামি ২১ জুলাই এই উপজেলার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ১৩টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত সদর উপজেলা পরিষদের এ নির্বাচনে মোট ২ লক্ষ ৫৭ হাজার ৯৯৯ জন ভোটার ১০৫টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


(ডিসি/এসসি/জুলাই০৬,২০১৫)