কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আবদুর রউফ (দোয়াত কলম) ৫৯ হাজার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ১৯ দলীয় সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক ফজলু (আনারস) পেয়েছেন ৩১ হাজার৪৩৬ ভোট।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা কারী আওয়ামী লীগের প্রার্থী এড. আমিনুল ইসলাম টুটুল ৪২ হাজার ২ ৯৩ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১৯ দলীয় জামায়াত প্রার্থী একেএম এমদাদুল হক মামুন পেয়েছেন ২৬ হাজার ২৫৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হোসনেয়ারা বেগম বকুল ৪৪ হাজার ৬ শ ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির জাহানারা চৌধুরী স্বপ্না পেয়েছেন ২৫ হাজার ৮ ৯৬ ভোট।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে ৬৪ টি কেন্দ্রের মধ্যে ৪৪ টি কেন্দ্রে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী গোলাম সারওয়ার (কাপ-পিরিচ) ৯০,৩২২ ভোট পেয়ে জয়ের পথে আছেন , তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মনিরুল হক চৌধুরী সমর্থিত প্রার্থী মো. জহিরুল ইসলাম খন্দকার স্বপন (টেলিফোন) পেয়েছেন ৬,৫৩১ ভোট আর বিএনপি দলীয় প্রার্থী মো. মাহবুবুল আলম চৌধুরী (দোয়াত কলম) । ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব আব্দুল হাই বাবলু (টিউবওয়েল) ৯৩, ৬৫২ ও তার নিকটতম ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা এইচ এম নুরুউল্লাহ (চশমা) ৬,০২১ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী কাজী দেলোয়ারা বেগম (বৈদ্যুতিক পাখা) ৯২,০১৬ ভোট ও ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসাঃ শাহিনা আক্তার (ফুটবল) ৮,১৬০ ভোট পেয়েছেন।
(এইচকেজে/এএস/মে ২০, ২০১৪)