মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার হাট-বাজারে মেয়াদউর্ত্তীণ মালামাল বিক্রির দায়ে বুধবার দুপুরে ৮টি মুদির দোকানে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলা শাখার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস ও কৃষি বিপণন অধিদপ্তরের মাদারীপুর জেলার মার্কেটিং অফিসার মো. বাবুল হোসেন থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় খাদ্যে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় কালকিনি উপজেলার থানার মোড়ে ফারুক ড্রাগ হাউজকে ৩ হাজার, স্বপন সরাফত রোডে ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার, মুদি দোকান নাহিদ স্টোরকে ২ হাজার, রহমাতুল্লা ফল ভান্ডারে ২ হাজার, মেসার্স নবী ক্লিনিকে ২ হাজার, উপজেলা রোডে সরদার স্টোরকে ১ হাজার ৫শ, পাশের তানভির ষ্টোরকে ১ হাজার ৫শ’ ও ভূরঘাটা মজিদ বাড়ি বাজারে শাহজাজান ষ্টোরে ২ হাজার টাকাসহ ১৬ হাজার জরিমানা করা হয়।

(এএসএ/এএস/জুলাই ০৮, ২০১৫)