পাবনা প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে ঈশ্বরদী থানা পুলিশ ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকা থেকে আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্য আক্কাস আলী, মিরাজ, ও শামীমকে দেশীসাটারগান, ধারালো অস্ত্র, গুলিসহ আটক করে। ডাকাত দলের তিন জনের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায়।

ঈশ্বরদী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাস বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা ফোর্সসহ ভোররাতে ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকা ঘিরে ফেলি। তল্লাশী চালিয়ে সন্দেহ ভাজন এই তিন জনের কাছ থেকে দেশীশাটারগান, তিন রাউন্ড গুলি, একটি ধারালো অস্ত্রসহ তাদের কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।

(পিএস/এএস/জুলাই ০৮, ২০১৫)