ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের ২০১৫-২০১৭ মেয়াদী দ্বি-বার্ষিক নির্বাচনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮ হতে বিকাল ৩টা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট ৪৭জন প্রার্থী সরাসরি ভোটে অংশগ্রহণ করছেন যার মধ্যে থেকে ২১টি পদের প্রার্থীরা বিজয়ী হন।

মোট ১শত ৮৪জন বাস মালিক ভোটার ছিলেন এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৭৬জন ভোটার। এখান থেকে ১০টা ভোট বাতিল বলে গণ্য করা হয়। বৈধ ১৬৬ ভোটের মধ্যে ১৬৪ ভোট পেয়ে সাজ্জাদ হোসেন বরকত প্রথম স্থান দখল করেন। দ্বিতীয় স্থান দখল করেন সূর্য নাথ দাস। তিনি পান ১১৯ ভোট এবং ১০৬ ভোট পেয়ে তৃতীয় স্থান পান ফারুক আলম ভুইয়া। মোঃ আলী ফকির ১০৬ ভোট, আনিসুর রহমান পান ৯৯ ভোট, মোকারম হোসেন পান ৯৭ ভোট, সাইফুর রহমান পান ৯৪ ভোট এই ভাবে ২১জন প্রার্থী সিরিয়াল অনুযায়ী জয়লাভ করেন।

নির্বাচন বোর্ডের সভাপতি হাবিবুর রহমান হাবিব গত বুধবার রাত সোয়া ১১টায় ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের ২০১৫-২০১৭ মেয়াদী দ্বি-বার্ষিক নির্বাচনের কার্যনির্বাহী পরিষদের পূর্নাঙ্গ এই রেজাল্ট ঘোষনা করেন।

(এসডি/এসএফকে/জুলাই ০৯, ২০১৫)