পাবনা প্রতিনিধি : দীর্ঘদিন ধরে অবৈধ্য দখলে পাবনার ঈশ্বরদী রেল কোয়াটার। ঈশ্বরদীতে রেল কোয়াটার রয়েছে ৩৪২ টি যার ইউনিট সংখ্যা ১২৮২ টি এর মধ্যে রেলওয়ের লোক থাকে ৫০ টি কোয়াটারের ১৮০ টি ইউনিটে বাদকাকী ২৯২ টি কোয়াটারের ১১০২ টি অবৈধ দখলে রয়েছে।

এছাড়া পাকশী তে রয়েছে ৪৩৯ টি ইউনিট এর মধ্যে বৈধ্য রয়েছে ১৮৭ টি আর অবৈধ্য দখলে রয়েছে ২৫২ টি ইউনিট। মোট ১৩৫৪ টি অবৈধ দখলে রয়েছে বলে পাকশী রেলওয়ে বিভাগীয় ম্যানেজার আফজাল হোসেন জানায়। কিন্তু কেন তারা অবৈধ দখলমুক্ত করতে পারছে সে বিষয়ে কথা বলতে রাজী হয় নাই।

এদিকে এলাকাবাসী জানায়, অবৈধ দখলদার রেলওয়ে কোয়াটার দখল করে এখানে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে , দেহ ব্যবসা সহ বিভিন্ন অপকর্মও হয়ে থাকে ।

রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা এবং স্থানীয় সন্ত্রাসী চক্র এসব কোয়াটার নিয়ন্ত্রণ করে বলে তারা জানায়।

এ বিষয় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার জানান রেলওয়ের নিজস্ব বিষয় তারা অবৈধ্য দখলদার উচ্ছেদের জন্য আমাদের সহযোগিতা চাইলে আমরা সার্বিক সহযোগিতা করব।


(পিএস/এসসি/জুলাই০৯,২০১৫)