ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রানীশংকৈল উপজেলার লোকজ সাহিত্য, প্রত্নসম্পদ ও ঐতিহাসিক নিদর্শন ও পর্যটন সম্ভাবনা শীর্ষক গণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই গণ সংলাপে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, মহিলা
এমপি সেলিনা জাহান লিটা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফকলোর বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ আবদুল জলিল, ইউএনও আশরাফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান শইদুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক ফজলে ইমাম বুলবুল, রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী নুরুল ইসলাম, রানীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক মো. বিপ্লব সহ স্থানীয় সুধী জন বক্তৃতা করেন। এতে সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
(জেএবি/এএস/মে ২০, ২০১৪)