মাদারীপুর প্রতিনিধি :বৈরী আবহাওয়ার কারণে মাদারীপুর শিবচরের কাওড়াকান্দি-শিমুলিয়া নৌপথের সকল প্রকার নৌযান চলাচল ব্যহত হচ্ছে। ফলে উভয় পারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, সকাল থেকে প্রবল বৃষ্টি অব্যাহত থাকায় পদ্মায় লঞ্চ চলাচল করছে থেমে থেমে। বড় লঞ্চগুলো যাত্রী নিয়ে ঘাট ছাড়লেও সারাদিনে ছোট লঞ্চ তেমন একটা চলাচল করেনি। বৃষ্টি ও বাতাস থাকায় পদ্মা উত্তাল রূপ ধারণ করেছে। ফলে লঞ্চ চলাচলে সর্তকতা অবলম্বন করা হয়েছে। তাছাড়া স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে পদ্মা পাড়ি দিতে নানা সমস্যা হচ্ছে। ফলে ঘাটে পারাপারের অপেক্ষারত পরিবহণের সংখ্যা বেড়ে গেছে। তবে বৃষ্টি ও বাতাস অব্যহত থাকায় পদ্মা পার হতে কিছুটা সময় বেশি লাগছে ফেরিগুলোর।

(এএসএ/এসসি/জুলাই১০,২০১৫)