স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী শাহনূর আলমকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর অধিনায়ক মেজর সাকিব সিদ্দিকীর নেতৃত্বে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শাহনূরের পরিবারের সদস্যরা। এ সময় তারা এ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

শানূরের ছোট ভাই মওলানা মেহেদী হাসান অভিযোগ করে বলেন, ‘গত ২৯ মে মেজর সাকিব সিদ্দিকীর নেতৃত্বে র‌্যাবের একটি দল দুপুর সাড়ে ১২টার দিকে সাদা পোশাকে আমার ভাইকে তুলে নিয়ে যায়। এরপর অমানুষিক নির্যাতন করা হয় তাকে।’

তিনি বলেন, ‘ঘটনা এখানেই শেষ নয়, পরদিন নবীনগর থানায় এনে পশ্চিম পাড়ার বাসিন্দা মো. আবু তাহেরকে দিয়ে আমার ভাইসহ কয়েকজনের নামে মামলা করা হয়। ওই মামলায় ১ মে কোর্টে চালান করা হয় তাকে। অমানুষিক নির্যাতনের কারণে গত ৪ মে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়।’

তিনি দাবি করেন, মৃত্যুর পূর্বে শাহনূল অমানুষিক নির্যাতনের কথা বলে গেছেন।

(ওএস/এটিআর/মে ২০, ২০১৪)