মাদারীপুর প্রতিনিধি : ঈদে লঞ্চে যাত্রীদের চাপ বাড়লে ফেরিতে করেও যাত্রী পারাপার করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

রবিবার সকালে মাদারীপুরের শিবচরে কাওড়াকান্দি ও কাঠালবাড়ি ঘাট পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, যাত্রীদের নির্বিঘ্নে ঘরে ফিরতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। বর্ষা মৌসুমে নৌযাত্রা নিশ্চিত করতে কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে সংযোজন করা হয়েছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।

তিনি আরো বলেন, ঘাট এলাকায় পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। ঘাট এলাকার সড়কও সম্প্রসারণ করা হয়েছে।

কোনো অবস্থাতেই লঞ্চ ওভারলোড করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, নদী কমিশনের চেয়ারম্যান মো. আতারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।‍

পরে মন্ত্রী কাওড়াকান্দি ঘাটে প্রশাসন, পুলিশ, র‌্যাব ছাড়াও বিভিন্ন পরিবহন, লঞ্চ, ফেরিসহ বিভিন্ন নৌযানের মালিক-শ্রমিক প্রতিনিধিদের সাথে সভা করেন।

(এএসএ/এএস/জুলাই ১২, ২০১৫)