স্টাফ রিপোর্টার : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেওয়া জরিমানার আদেশের বিরুদ্ধে আনা আপিল আবেদনের শুনানি ২৬ জুলাই অনুষ্ঠিত হবে। সোমবার জাফরুল্লাহর আহনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ শুনানির জন্য নতুন এদিন ধার্য করেন।

এর আগে, গত ১৬ জুন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেওয়া জরিমানার আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

ওই দিন জাফরুল্লাহর পক্ষে সংবিধানের ১০৪ ধারা অনুযায়ী করা আপিল আবেদনের শুনানির পর ট্রাইব্যুনালের দেওয়া পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ স্থগিত করেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ।

একই সঙ্গে ৫ জুলাই এই আবেদনের ওপর শুনানির জন্য সুপ্রিমকোর্টর আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। কিন্তু মামলাটি এত দিন কার্যতালিকার কজলিস্টে (কার্যতালিকায়) না আসায় আবেদনের শুনানি হয়নি।

(ওএস/এএস/জুলাই ১৩, ২০১৫)