মাগুরা প্রতিনিধি: ‘ঈদে নতুন জামা শুধু  স্বপ্নেই দেখি’-বলছিলো ছোট্র এতিম শিশু আব্দুর রহমান (৯)। কিন্তু এবারের অবস্থা ভিন্ন আব্দুর রহমানের মতো ৫০জন এতিম শিশুকে ঈদ উপলেক্ষে নতুন জামার ব্যবস্থা করেছেন অস্ট্রেলিয়া প্রবাসি কাকলি আহমেদ। তার বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সদরের তিনটি এতিমখানা ও হাফেজি মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে নতুন কাপড় বিতরণ করা হয়।

মহম্মদপুর ঈদগাহ-গোরস্থান, ধোয়াইল-পাচুড়িয়া,জাঙ্গালিয়া ও পাচুড়িয়া এতিম খানার দরিদ্র শিক্ষার্থীরদের মধ্যে নতুন কাপড় বিতরণ করা হয়। ঈদ উপলক্ষে এসব শিশুদের নতুন কাপড়ের ব্যবস্থা করেন অস্ট্রেলিয়া প্রবাসি কাকলি আহমেদ। তিনি সদরের হাফিজুর রহমানের মেয়ে।

নতুন জামা পেয়ে দরিদ্র এসব শিশুদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক। আরাফাত মিয়া বলে, ‘বাবা মারা যাওয়ার পর ঈদে নতুন জামার বিষয়টি একরকম ভুলেই গিয়েছিলাম। নতুন জামা পরে এবারের ঈদ অন্যরকম হবে বলে সে জানায়।’

নতুন জামা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত ভূমি কর্মকর্তা হাফিজুর রহমান, হাফেজ আবু তালহা, রাইজিংবিডির মাগুরা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন শাহীন ও জলিমন্ট নারী সংগঠনের নেত্রী শারমিন আক্তার রুপালী।

(ডিসি/এসসি/জুলাই১৬,২০১৫)