সিলেট প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে সিলেট নগরীর ২১টি দেবালয়কে মোট ৪ লক্ষ ২০ হাজার টাকা আথিক অনুদান প্রদান করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সিসিক কনফারেন্স কক্ষে অনুদান বিতরণ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভা শেষে দেবালয়গুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয়। সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি শ্রী অনিল কিষণ সিংহের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা এনামুল হাবীব।

প্রধান অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির নগর হিসেবে সিলেটের ঐতিহ্য রয়েছে। ভবিষ্যতেও ঐতিহ্যের এ ধারা অব্যাহত রাখতে হবে।

ধর্মীয় ভাব গাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা উৎসব উদযাপনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। সহ সভাপতি অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাশ চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মুনসুফ, দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী নৃপেন্দ্র সিংহ, ইসকনের সিদ্দ মাধব দাশ, ভাগবত করুনা দাশ ব্রহ্মচারী প্রমুখ।

(ওএস/পি/জুলাই ১৬, ২০১৫)