ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বড়বিলা এলাকার সরকারি রাস্তার ৮টি মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা বিল্লাল হোসেনের বিরুদ্ধে।

এতে করে সরকারের ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে দাবি করে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বরাবরে লিখিত অভিযোগ করেছেন ইউপি সদস্য আব্দুল মালেক খান। আব্দুল মালেক খান অভিযোগ করেন, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি ও দীর্ঘদিন যাবত উপজেলা সহকারী (ভূমি) কমিশনার পদ শূন্য থাকার সুযোগে ১০ জুলাই বড়বিলা এলাকার সরকারি রাস্তার ৪টি মেহগনি গাছ বিল্লাল হোসেন কাটা শুরু করলে আমি বাধাঁ দেই।

কিন্তু বিল্লাল নিষেধ উপেক্ষা করে ৬০ হাজার টাকা মূল্যের ৪টি গাছ কেটে নিয়ে যায়। পরে আমি বিষয়টি লিখিতভাবে ইউপি চেয়ারম্যানকে জানালে বিল্লাল ক্ষিপ্ত হয়ে ১৫ জুলাই আরো ৪টি গাছ কেটে নিয়ে যায়। এতে করে সরকারের ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। তবে এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও বিএনপি নেতা বিল্লাল হোসেনের বক্তব্য জানা যায়নি।

(ওএস/পি/জুলাই ১৬, ২০১৫)