বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ঈদ-উল ফিতর  উদযাপন উপলক্ষ্যে সরকারিভাবে বেশ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাগেরহাটের বৃহত্তর ঈদের জামায়াত বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯ টায় ও সাড়ে ৯ টায় এখানে দুটি জামায়াত হবে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে আটটায় আলিয়া মাদ্রাসা ময়দানে। এছাড়া অন্যান্য প্রধান জামাত অনুষ্ঠিত হবে খানজাহান আলী দরগাহ মসজিদ, পিসি কলেজ মসজিদ ময়দানে সকাল সাড়ে ৯ টায়, পুরাতন কোর্ট মসজিদে সকাল ৮ টায়, মিঠা পুকুর পাড় জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়। ফলপট্টি মসজিদ, খানজাহানিয়া বায়তুল ফালাহ মসজিদ, নতুন কোর্ট মসজিদে সকাল সোয়া ৮ টায়, সোনাতলা আউলিয়াবাদ মসজিদ, সারুই হাজী আরিফ মসজিদ ময়দান, খারদ্বার মসজিদ ও রেলওয়ে মসজিদ ময়দানে সকাল সাড়ে ৮ টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গনের ঈদের জামাতে অন্যান্য বছরের ন্যায় দেশি-বিদেশী পর্যটকরা নামাজ আদায় করবেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া এ দিন সুষ্ঠু ভাবে ঈদের আনন্দ সম্পন্নের জন্য পটকা, আতসবাজি ফুটানো বন্দ, রেকর্ডার ও মাইকের মাধ্যমে গান না বাজানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কোমল পানীয় বিক্রির নামে রাস্তার পার্শে ও মোড়ে অস্থায়ী ষ্টল তৈরী থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে এ সকল অশ্লীলতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

(একে/পি/জুলাই ১৬, ২০১৫)