স্টাফ রিপোর্টার : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, দেশে আজ গণতন্ত্র নেই, এমনকি দেশে জনগণের পক্ষে কথা বলারও কেউ নেই ।

মঙ্গলবার বিকেল পাঁচটায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাজেট-২০১৪ কর প্রস্তাবনা শীর্ষক’ গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ প্রসঙ্গে তিনি বলেন, ‘সংসদে বিরোধী দল নেই। সরকারি দলে মন্ত্রিত্ব নিয়ে আবার বিরোধী দলের ভূমিকা সমানভাবে দায়িত্ব পালন করা যায় না।’

কর সম্পর্কে তিনি বলেন, বাজেটে দেশি ও বিদেশি পণ্যে সমানভাবে কর ধার্য করা হয় না। যার ফলে সরকার বেশিরভাগ দেশি ও বিদেশি পণ্য থেকে কর থেকে বঞ্চিত হয়।

বাজেট প্রসঙ্গে ড. আকবর আলি খান বলেন, যদি সরকার বাজেট প্রণয়নে যথাযথ ব্যবস্থা নেয়া হতো তাহলে সরকার বাজেটের আকার আরও বৃদ্ধি করতে পারতো। বাজেট বাস্তবায়নে প্রয়োজনীয় আইন সংশোধন করতো। তাই বাজেট নিয়ে বেশি আলোচনা করে কোনো লাভ নেই ।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী এবং অনুষ্ঠান পরিচালনা করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

(ওএস/এস/মে ২০, ২০১৪)