স্টাফ রিপোর্টার : সিলেটে শিশু সামিউল আলম রাজন (১৩) হত্যার ঘটনায় আটক রুহুল আমিনের (৩৫) ৭ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।

সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল হক রবিবার বিকেলে এ আদেশ দেন। রুহুলের বিরুদ্ধে রাজনের লাশ গুম করতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার বলেন, সিলেট শহতলীর টুকেরবাজার এলাকা থেকে রুহুল আমিনকে শনিবার আটক করা হয়। রবিবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমাণ্ড চাইলে আদালত ৭ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

রুহুল আমিন শিশু রাজন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আলী হায়দারের শ্যালক।

প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে (১৩) চুরির অপবাদ দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে রাজন মারা গেলে তার লাশ গুম করার চেষ্টার সময় পুলিশের হাতে আটক হয় মুহিত আলম (৩২)।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে এসএমপি’র জালালাবাদ থানায় হত্যা মামলা করে। মামলায় আটক মুহিত আলম, কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার (৩৪) ও চৌকিদার ময়না মিয়াকে (৪৫) আসামি করা হয়।

শিশু রাজন হত্যায় মুহিতের স্ত্রী, দুই প্রত্যক্ষদর্শীসহ এ পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে।

(ওএস/পিএস/জুলাই ১৯, ২০১৫)