মাগুরা প্রতিনিধি :আজ মঙ্গলবার ২১ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়াম্যান পদে উপ-নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্তু একটানা বিরতিহীন ভাবে চলবে ভোটগ্রহন।

নির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মদ বিশ্বাস (মটর সাইকেল), (আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী (ঘোড়া), জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু (আনারস) ও জেলা যুবলীগের অহবায়ক এনামুল হক হিরক (দোয়াত কলম)।

নির্বাচনে আওয়ামীলীগের একাধিক প্রার্থীতার কারনে একক প্রার্থী হিসেবে সুবিধাজনক অবস্থায় রয়েছেন বিএনপি প্রার্থী আলী আহমেদ।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম জানান, মোট ১০৫ টি ভোট কেন্দ্রে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। গোটা নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ৬শ’ পুলিশ ১২শ’ আনসার, ২ প্লাটুন বিজিবি, ব্যার, স্ট্র্যাকিং ফোর্স-এর একাধিক টিমের পাশাপাশি ভ্র্যামমান আদালত, নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেট নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে।

সদর উপজেলার মোট ১৩টি ইউনিয়ন এবং ১টি প্রথম শ্রেণীর পৌরসভা নিয়ে মাগুরা সদর উপজেলা পরিষদের এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৯৯৯ জন।

উল্লেখ্য, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন (৭০) গত ২২ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে এ পদটি শুন্য হয়।



(ডিসি/এসসি/জুলাই২১,২০১৫)