লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :নড়াইলের লোহাগড়ায় নবগঙ্গা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দু’জন শ্রমিককে দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার কুমার পাল এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লোহাগড়ার খাদ্য গুদামের সামনে নবগঙ্গা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া গ্রামের শংকর ঘোষের ছেলে সম্রাট ষোষ (২৩) এবং গোপালগঞ্জের বিদ্যাধর গ্রামের ভগবতী ভৌমিকের ছেলে বিপ্লব ভৌমিককে (৩৩) দুই মাস করে কারাদন্ড দেওয়া হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লোহাগড়ার নবগঙ্গা ও মধূমতি নদী থেকে অবৈধ ভাবে বালু কাটা চলছে।



(আরএম/এসসি/জুলাই২১,২০১৫)