জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পূনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক রাজিব।

জানা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি বদিউজ্জ্বামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাময়িক বহিস্কৃত সাধারণ সম্পাদক রাজিবকে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ডেকে এ সিদ্ধান্ত নেন।

পদ ফিরে পেয়ে রাজিব আহমেদ রাসেল বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ আমার উপর আস্থা রাখায় আমি আমার প্রাণপ্রিয় সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শ লালন করে যাব।

উল্লেখ্য, গত দুই মার্চ শহীদ সালাম বরকত ও মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মুখোমুখি সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে রাজিব আহমেদ রাসেলকে পরদিন কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক তাকে সংগঠন থেকে সাময়িক বহিস্কার ঘোষণা করা হয়।

(এসএটি/এইচআর/এপ্রিল ০৫, ২০১৪)