মাগুরা প্রতিনিধি :মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে  বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী রুস্তম আলী। তিনি ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৫ হাজার ১৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদ আলী আহম্মেদ বিশ্বাস মটর সাইকেল প্রতিকে পেয়েছেন ২৭ হাজার ৯১ ভোট।

অপর প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু আনারস প্রতিকে পেয়েছেন ১৮ হাজার ৪৬৩ ভোট। জেলা যুবলীগের সভাপতি এনামুল হক হীরক পেয়েছেন ৫৩২ ভোট। মোট প্রাপ্ত ভোটের হার শতকরা ৩৯.৮২ শতাংশ।

রিটানিং অফিসার এডিসি সৈয়দ রবিউল ইসলাম জেলা প্রশাসকের সম্মেল আজ মঙ্গলবার রাত সোয়া ৮ টায় মোট ১০৫ টি কেন্দ্রের সবকটি কেন্দ্রে বে-সরকারি ফলাফল ঘোষণা করেন।

১৩টি ইউনিয়ন এবং ১টি প্রথম শ্রেণীর পৌরসভা নিয়ে মাগুরা সদর উপজেলা পরিষদের এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৯৯৯ জন। ভোট কেন্দ্র ১০৫টি।

উল্লেখ্য, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা নাজিম উদ্দিন (৭০) গত ২২ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে এ পদটি শুন্য হয়। গত ১০ জুন উপনির্বাচনের তফশীল ষোষণা করা হয়। ২২ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২৫ জুন মনোনয়নপত্র বাছাই, ৫ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ ও ২১ জুলাই ভোট গ্রহণের তারিখ ধার্য করা হয়।



(ডিসি/এসসি/জুলাই২১,২০১৫)