নড়াইল প্রতিনিধি : নড়াইলে সড়ক দুর্ঘটনায় ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব সৈয়দ খায়রুল আলম, পুলিশের এএসআই আব্দুল আলীমসহ আলাদা পাঁচটি দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার দুপুর থেকে চার ঘণ্টার ব্যবধানে এসব সড়ক দুর্ঘটনায় আহতদের নড়াইল ও যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার নড়াইল-যশোর সড়কের এসএম সুলতান সেতুর পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় ‘নিরাপদ সড়ক চাই’ জেলা শাখার সদস্যসচিব সৈয়দ খায়রুল আলমসহ তিনজন, নড়াইল-কালিয়া সড়কের ফুলশ্বর এলাকায় বাসের সঙ্গে ইজিবাইকের ধাক্কায় পাঁচজন, নড়াইল-লোহাগড়া সড়কের মালিকবাগ মোড়ে মোটরসাইকেলের সঙ্গে ভ্যানের ধাক্কায় এএসআই আব্দুল আলীমসহ তিনজন, নড়াইল শহরে বাসের ধাক্কায় ইজিবাইকচালক মহসিন এবং অপর দুর্ঘটনায় আরো তিনজন আহত হন।

নড়াইলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাসুদ নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করে আহতদের খোঁজ-খবর নিয়েছেন।

(টিএআর/পি/জুলাই ২৩, ২০১৫)