কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইসা হক (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার ভাই ও বোন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের বাবা আলী আকবর।

তাকে গুরুত্বর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত দেড়টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্ঠিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের ভাই মোজাফ্ফর ও বোন দেলোয়ারাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ইসা হককে তার বাবা আলী আকবর কিছুদিন আগে তার সব জমি রেজিস্ট্রি করে দেয়। এই নিয়ে ইসা হকের সঙ্গে ভাই মোজাফ্ফর ও বোন দেলোয়ারার বিরোধ চলছিলো।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার গভীররাতে মোজাফ্ফর ও দেলোয়ারা জানালা দিয়ে ঘরে ঢুকে ইসা ও তার বাবাকে ঘুমন্ত অবস্থায় এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ইসাকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

সহকারী পুলিশ সুপার ভেড়ামারা (সার্কেল) আশিক বীন হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(ওএস/এইচআর/মে ২১, ২০১৪)