নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম ইসদাইল তাগারপাড় এলাকায় চাঁদা না পেয়ে আশরাফুল ইসলাম বাবু (৩৮) নামে এক পোশাক (স্টক লট) ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।

আশরাফুলের ভাই সোহেল জানান, তাগারপাড় এলাকায় হাবীব এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের। কিছুদিন ধরে স্থানীয় রফিক, উজ্জ্বল, চঞ্চল ও আজিমসহ কয়েকজন চাঁদাবাজ আশরাফুলের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। কিন্তু আশরাফুল চাঁদা না দেওয়ায় তারা তাকে হত্যার হুমকি দিচ্ছিলেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আশরাফুল ও তিনি (সোহেল) নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এসময় রফিক, উজ্জ্বল, চঞ্চল, আজিমসহ পাঁচজন সেখানে এসে আশরাফুলকে ডেকে দোকানের বাইরে নিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই তারা আশরাফুলের বুকে গুলি করে পালিয়ে যান। এ অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে জেলা শহরের খানপুর এলাকার তিনশ’ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মৃত্যু হয় তার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

(ওএস/অ/জুলাই ২৪, ২০১৫)