নড়াইল প্রতিনিধি :নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহসিন সিকদার (৩৮) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মহসিন নড়াইল শহর সংলগ্ন সীমাখালী গ্রামের আবুল সিকদারের ছেলে।

পুলিশ জানায়, ইজিবাইক চালক মহসিন সিকদার বুধবার (২২ জুলাই) বিকালে নড়াইল সদর থানা মোড়ে যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে গুরুতর আহত হন। প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়।

এদিকে এঘটনার প্রতিবাদে নড়াইল ইজিবাইক চালকরা নড়াইল জিরো পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করেন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইজিবাইক চলাচল বন্ধ রেখেছেন। হঠাৎ করে ইজিবাইক চলাচল বন্ধ করে দেয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, ইজিবাইক চালক মহসিনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে শহরে পুলিশ মোতায়েন রয়েছে।

(টিএআর/এসসি/জুলাই২৪,২০১৫)