গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে কাশিয়ানী উপজেলার তালতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই গ্রামের বেল্লাল শেখ জমি বিক্রি করার কথা বলে একই গ্রামের রহিজ মোল্যার কাছ থেকে ৫০ হাজার টাকা বায়না নেন। ২ বছরেও জমি লিখে না দেওয়ায় আজ শুক্রবার সকালে রহিজ মোল্যা বেল্লাল শেখের কাছে পাওনা টাকা ফেরত চান। এনিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারাত্মক আহত ১০ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(এমএইচএম/অ/জুলাই ২৪, ২০১৫)