মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার ডহরসিংড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার সকালে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২০ আহত ও কমপক্ষে ৫০ টি বাড়ি ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪০রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। আহতদের মধ্যে ১০ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি আহত এনামুল ও রাজিব জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ডহরসিংড়া গ্রামের আওয়ামী লীগ দলভুক্ত দুই সামাজিক নেতা লুৎফর রহমান ও শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে দুই দল গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের এক পর্যায়ে গত ৩ দিন আগে শফিক ও কাছেদ নামে দুই গ্রামবাসী প্রতিপক্ষের হামলার শিকার হলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। যার এক পর্যায়ে আজ সকালে ঊভয় পক্ষ পূর্ব প্রস্তুতি নিয়ে প্রতিপক্ষের ৪০ থেকে ৫০ টি বাড়িÑঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর লুটপাট করে। সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় ফাড়ি ও মাগুরা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড বর্ষণ করে। সংর্ঘষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার ওসি আছাদুজ্জামান মুন্সী জানান, আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামীলগের দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পাশ্ববর্তী শত্রুজিৎপুর ও রাজাপুর ফাড়ি এবং মাগুরা থেকে পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তার ফোর্সসহ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পুলিশ এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় কেউ আটক বা মামলা হয়নি।

(ডিসি/অ/জুলাই ২৪, ২০১৫)