স্টাফ রিপোর্টার : নিজেদের অপকর্ম ঢাকতে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামের হত্যাকাণ্ডের দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এটা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ।’

মির্জা ফখরুল বলেন, ‘এ নৃশংস হত্যাকাণ্ডের পর কোনো প্রকার তদন্ত ছাড়া প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যেভাবে নির্দিষ্ট ব্যক্তির প্রতি ইঙ্গিত জানানো হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তদন্ত কর্মকর্তা নই, এখন যা বলবো তা পত্র-পত্রিকার রেফারেন্সেই বলবো। তবে অবিলম্বে কোনো পক্ষপাতিত্ব ছাড়াই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করছি।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সেখানকার সংসদ সদস্য নিজাম হাজারী এবং একরামুল হক একরামের মধ্যে কোন্দল চলে আসছিল। নিজাম হাজারীর অনেক গোপণ বিষয় একরামুল হক ফাঁস করে দিচ্ছিলেন। প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে দিবালোকে এ ঘটনা ঘটে। যেখানে বিএনপি নেতাকর্মীরা এলাকায় থাকতে পারে না। সেখানে তাদের দ্বারা এ ধরনের ঘটনা ঘটবে তা পাগলেও বিশ্বাস করবে না।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ‘সম্প্রতি নারায়ণগঞ্জসহ সারা দেশে গুম, খুন অপহরণের ঘটনায় সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিন্দিত ও ঘৃণিত হচ্ছে। তাই একরাম হত্যাকাণ্ডের পর তড়িঘড়ি করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতি দিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপানোতেই বোঝা যায় সরকার থলের বিড়ালটি থলেতেই রাখতে চায়। কিন্তু আসল বিড়ালটি বেরিয়ে পড়বেই এবং মিথ্যা অপসৃত হবেই। যেভাবে শত চেষ্টা করেও নারায়ণগঞ্জের ঘটনা ধামাচাপা দিতে পারেনি ঠিক তেমনিভাবে ফেনীর ঘটনাকেও ধামাচাপা দেয়ার অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে।’

(ওএস/এইচআর/মে ২১, ২০১৪)