মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় বৃস্পতিবার যুবলীগের দু,গ্রুপের সংর্ঘষের সময় গুলিবিদ্ধ আঃমোমিন (৬০) শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মাগুরা সদর হাসপাতালে মারা গেছেন।
 সদর হাসপাতালের ডাঃ শফিউর রহমান জানান শুক্রবার বিকালে তার শারিরীক অবস্থার অবনতি হলে তার শরীরে পুনরায় অস্ত্রপচার করা হয়। পরে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার বিকালে শহরের দোয়ার পাড়ের যুবলীগ কর্মী আজিবর ও মুহম্মদ আলী গ্রুপের সাথে অপর যুবলীগ কর্মী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভুইয়া গ্রুপের সংর্ঘষ হয়। এ সময় প্রতি পক্ষ গ্রুপ কামরুল ভুইয়ার বাড়িতে ঢুকে গুলি ছুড়লে তার বড় ভাই বাচ্চু ভুইয়ার স্ত্রী নাজমা বেগম, চাচা আঃ মোমিন ও মিরাজ হোসেন নামের এক যুবক গুলী বিদ্ধ হয়। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতে আঃ মোমিন মারা যান ।



(ডিসি/এসসি/জুলাই ২৪, ২০১৫)