মাগুরা প্রতিনিধি: শনিবার সকালে মাগুরার শালিখা উপজেলার গ্যাড়ামারা গ্রামে একটি বিরোধপূর্ণ পুকুরের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি আহতরা জানান, একটি বিরোধপূর্ণ পুকুরের দখল নিয়ে তালখড়ি ইউনিয়নের গ্যারামারা গ্রামের শ্যামল ও সুকদেব-এর নেতৃত্বে দু’দল গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছে। যা নিয়ে পূর্বে দুই পক্ষ আদালতে মামলায় জড়িয়ে একাধিকবার সংর্ষয়ে লিপ্ত হয়েছে। এই বিরোধের ধারাবাহিকতা ও উত্তেজনার এক পর্যায়ে উভয় পক্ষ আজ সকালে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা প্রতিপক্ষর উপর দেশীয় অস্ত্র ও লঠিশোঠা নিয়ে হামলা চালায়। এতে দুই পক্ষের ১৫ জন আহত হয়। শালিখা থানা পুলিশ ঘটনস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

গুরুতর আহতদের মধ্যে দিপুবালা (৭০), রুপচাদ (৭০), সমরেশ (৩০), সত্যেন্দ্রনাথ (৫০), অরুন (৪০), আনন্দ (৩০) ও শ্যামল (৪০) কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান জরুরী বিভাগের চিকিৎসক মোহাইমানুল ইসলাম। অন্যরা স্থানীয়নীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

শালিখা থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ গিয়ে সংর্ঘষ নিয়ন্ত্রন করে। বর্তমানে পরিস্তিতি শান্ত।

(ডিসি/এলপিবি/জুলাই ২৫, ২০১৫)