নড়াইল প্রতিনিধি : সারাদেশের ন্যায় নড়াইল সদর উপজেলাতে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে নড়াইল পৌরসভা এবং সদর উপজেলা ১৩টি ইউনিয়নে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভাসহ সদর উপজেলায় তথ্য সংগ্রহ কাজ সম্পন্নের জন্য ১৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্যে তথ্য সংগ্রহকারী ১০৫ জন তথ্য সংগ্রহকারী এবং সুপার ভাইজার রয়েছেন ২৫ জন।

নড়াইল পৌর এলাকায় দায়িত্বপ্রাপ্ত সুপার ভাইজার আবুল বাসার জানান, শনিবার (২৫ জুলাই) সকাল থেকেই তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। পৌরসভার বরাশূলা এলাকার দায়িত্বপ্রাপ্ত সুপার ভাইজার মিজানুর রহমান জানান, তার আওতায় নিয়োজিত তথ্য সগ্রহকারীরা সকলেই ফরম হাতে পায়নি। যার কারনে কিছুটা সমস্যা হলেও তা মোকাবেলা দুপুর থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।

নড়াইল পৌর এলাকার ভওয়াখালী এলাকায় দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী জাকির হোসেন বিপ্লব ও অসীম কুমার শীল জানান, বৃষ্টি উপেক্ষা করে বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। নতুন যারা ভোটার হচ্ছেন তাদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ভোটার হতে পেরে তারা ভীষণ খুশি।

ভওয়াখালী এলাকার কল্যাণ মুখার্জীর কন্যা কাকন মুখার্জী জানায়, সে ভোটার হওয়ার জন্য ফরম পূরণ করেছে। জাতীয় পরিচয়পত্রের অনেক গুরুত্ব রয়েছে। তাছাড়া আগামী নির্বাচনে প্রথম ভোট দিতে পারবেন এ জন্য ভীষণ খুশি।

নড়াইল সদর উপজেলা নির্বাচন অফিসার এটিএম শামীম মাহমুদ জানান, আগামী ৮ আগষ্ট পর্যন্ত সদর উপজেলায় তথ্য সংগ্রহের কাজ চলবে। কেউ যাতে ভোটার তালিকা হতে বাদ না পড়েন সে জন্য শহরে মাইকিংসহ ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

(টিএআর/এএস/জুলাই ২৬, ২০১৫)