নড়াইল প্রতিনিধি :নড়াইলে পুলিশের অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার ভোর পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

নড়াইল জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃতদের মধ্যে নড়াইল সদর থানায় ১৩জন, লোহাগড়া থানায় ১৪ জন, কালিয়া থানায় ৫ জন এবং নড়াগাতী থানায় ৮জন।

লোহাগড়া থানাসূত্রে জানাগেছে, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃত ১৪ জনের মধ্যে টিকা মোল্যা নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাকত আসামী রয়েছে। টিকা মোল্যা শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের বারিক মোল্যার ছেলে। নড়াইল আদালতের একটি মামলায় (জিআর-৩২১/১২) তার পাঁচ বছরের কারাদন্ড হয়।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকব্যবসায়ী ও অপরাধীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।


(টিএআর/এসসি/জুলাই২৭,২০১৫)