বাগেরহাট প্রতিনিধি : বর্তমান শেখ হাসিনার সরকার গ্রামের হতদরিদ্র দুস্থ মহিলাদের স্বাবলম্বী করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এসব দুস্থ মহিলাদের সেলাই মেশিন, গবাদিপশু, ক্ষুদ্রঋণ, হস্তশিল্প অনুদান, নগদ অর্থ দিয়ে তাদেরকে অর্থনৈতিক ভাবে সচ্ছল করে তুলে পুরুষের পাশাপাশি মেয়েদেরও দেশ সেবায় সুযোগ সৃষ্টি করে দিচ্ছে।

অচিরেই সরকারের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের প্রতিটি ঘরে মহিলাদের চাকুরীর সুযোগ করে দেবে। রবিবার দুপুরে জেলা মহিলা অধিদপ্তরে দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরন কালে প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য-প্রাণী সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির ও সভাপতি বাগেরহাট সদরে এমপি আলহাজ্ব এ্যাডঃ মীর শওকাত আলী বাদশা এ কথা বলেন।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খাতুনের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মানসিক প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষকা মিসেস বেবী মোরশেদা খানম, মহিলা লীগ নেত্রী এ্যাডভোকেট সিতা রানী দেবনাথ, মহিলা ভাইচ চেয়ারম্যান এ্যাডভোকেট পারভীন আহম্মেদ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, শেখ আজমল হোসেন, অচিন কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানে হতদরিদ্র দুস্থ মহিলাদের মাঝে ১০টি সেলাই মেশিন বিতরন করেন।

(একে/এএস/জুলাই ২৭, ২০১৫)