বাগেরহাট প্রতিনিধি : ‘সাগর নদী সকল জলে-মাছ চাষে সোনা ফলে’ এই প্রতিপাদ্যে বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালিতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপিসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও মৎস্য জীবিরা অংশ নেয়। পরে সাস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক আলোচলা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। অনান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানসহ মৎস্য জীবিবৃন্দ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বাগেরহাটের ভৈরব নদীতে বিভিন্ন প্রজাতির দেশি মাছের পোনা অবমুক্ত করেন।

(একে/এএস/জুলাই ২৮, ২০১৫)