ময়মনসিংহ প্রতিনিধি : আজ বুধবার ময়মনসিংহ সদর উপজেলা কৃষি হলরুমে সদর পাট অধিদপ্তরের আয়োজনে পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা ২০১৪ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম মো. ওয়ালিদ।

উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন, যে সরকারই আসুক না কেন সরকার কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে আসে। সে উপলক্ষ্যে সরকার পাট চাষীদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করছেন। বাংলাদেশ এক সময় বিশ্বের বাজারে পাটজাত দ্রব্য রপ্তানী করে বাজার দখল করে রাখতো। এর মধ্যে অন্যতম ছিল ময়মনসিংহ জেলা। এক সময় ময়মনসিংহে পাট ব্যবসায়ীর জন্য নামকরা ছিল এম.আর খান। ময়মনসিংহ জেলায় অতিরিক্ত পাট উৎপাদনের জন্যই গড়ে উঠে ছিল শম্ভুগঞ্জ জুট মিলস্। আজ পাট তার ঐতিহ্য হারিয়েছে। প্রধান অতিথি আরও বলেন, পাটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার আজ যে প্রশিক্ষণ দিচ্ছে সেটা নিয়ে কৃষকদের মাঠে কাজ করতে হবে। প্রশিক্ষণ নিয়ে মাঠে কাজ না করে ঘরে বসে থাকলে হবে না। প্রশিক্ষণের উদ্দেশ্য সফল করতে হবে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঞ্জুরুল হক বাদল, প্রধান পরিদর্শক মাঠ অধিদপ্তর। আরও বক্তব্য রাখেন মোঃ আজহারুল ইসলাম, উপজেলা মাঠ উন্নয়ন কর্মকর্তা, আশরাফুল কামাল, উপসহকারী মাঠ উন্নয়ন কর্মকর্তা।
(এমডি/এএস/মে ২১, ২০১৪)