বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে আওয়ামী লীগের আনন্দ মিছিল হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যদণ্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় বান্দরবানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।

বুধবার বিকেলে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলা আওয়ামীলীগের সহসভাপতি ইসলাম বেবী, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য জেলা পরিষদ ক্যসাপ্রু, লক্ষী পদ দাশসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

(এএফবি/অ/জুলাই ২৯, ২০১৫)