বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পট সঙ্গীতের মধ্যে দিয়ে বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসন ও সুন্দরবন বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সকালে বর্ণাঢ্য র‌্যালিটি প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এসিএফ মো. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, সুন্দরবন সহব্যাবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, সাউথখালী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধরাণ সম্পাদক মহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান, টাইগার টিমের প্রোগাম অফিসার ভিবাস তালুকদার, দাসেরভারনী টহল ফাঁড়ির ওসি মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা সুন্দরবনে বাঘ দ্রুত কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং বাঘ রক্ষায় কমপক্ষে পাঁচ বছর সুন্দরবনে মাছ ধরা বন্ধের দাবী জানান। আলোচনা শেষে উপজেলার সাউথখালী গ্রামের সুলতান মোল্লা বাঘের আক্রমণ থেকে বেঁচে যাওয়ার লোমহর্ষক কাহিনী বর্ণনা করেন। আলোচনা শেষে দিশারী লোকজ নাট্যদল পটগান পরিবেশন করে।

(একে/অ/জুলাই ২৯, ২০১৫)